সাব্বির–সোহান ঝড়ের পর বৃষ্টির দাপট

২ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ণ ক্রীড়া ডেস্ক
সাব্বির–সোহান ঝড়ের পর বৃষ্টির দাপট

যে বৃষ্টির কারণে স্থগিত হয়ে গিয়েছিল জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সেই লিগের বৃহস্পতিবারের দুই খেলাই পরিত্যক্ত হয়ে গেছে বৃষ্টিতে। রাজশাহী ও সিলেটের খেলার প্রথম ইনিংসে ১৫ ওভার হয়েছে। তবে টসও হতে পারেনি দিনের দ্বিতীয় খেলার। সেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই ঢাকার ম্যাচ।

দিনের প্রথম খেলায় স্বাগতিক সিলেট বিভাগের মুখোমুখি হয় রাজশাহী বিভাগ। টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। ব্যাট করতে নামা সিলেটের দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন ঝড় তোলেন। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ১৪১ রান।

ইবাদতের বলে আউট হন সোহান ৩৫ বলে ৬৭ রান করে। তার বিদায়ের পর অন্য ওপেনার সাব্বির হোসেন ৩৫ বলে ৭৭ রান করে খালেদের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন দলীয় ১৫৬ রানে। তবে দুই ওপেনারের ঝড়ের ধারাবাহিকতা ধরে রাখেন সাব্বির রহমানও। ৮ বলে করেন ২০ রান। ১৭০ রানে তিনি আউট হন রেজাউর রহমানের বলে।

দলীয় ২০০ রানে প্রীতম কুমার ১১ বলে ২২ রান করে রানআউট হওয়ার পর নামে বৃষ্টি। এরপর আর খেলা হতে পারেনি বৃষ্টির কারণে। ফলে রাজশাহীর ব্যাটারদের তোলা ঝড় থামিয়ে দিয়েছে বৃষ্টি।

সেই বৃষ্টির চাপে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোপলিটনের ম্যাচও মাঠে গড়ায়নি। ফলে কোনো বল না হয়েই পরিত্যক্ত হয়েছে সেই ম্যাচও।

আরও পড়ুন.. খেলাধুলা
← প্রচ্ছদ