রাজশাহীতে জেলা বধির সংঘের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

৮ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ণ উত্তরা প্রতিবেদক
রাজশাহীতে জেলা বধির সংঘের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

বধির জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের করতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানের কাছে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে রাজশাহী জেলা বধির সংঘ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে তার কাছে সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে—রাজশাহী জেলা বধির সংঘের নামে নিজস্ব কার্যালয় স্থাপনে সরকারি জমি বরাদ্দ, ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের কর্মসংস্থান, আর্থিক সহায়তা ও আবাসনের ব্যবস্থা, সকল বধির নাগরিকের সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ ও ভিজিএফ কার্ড বরাদ্দ, গণপরিবহনে বধির যাত্রীদের জন্য হাফ ভাড়া প্রবর্তন, ক্ষুদ্র কুটির শিল্পে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের আসন্ন মহাসমাবেশে উত্থাপিত ১৫ দফা দাবির প্রতি সমর্থন ও অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বধির সংঘের সাধারণ সম্পাদক মো. আবুল কাদের, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মো. আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল গাফফারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন.. উত্তরাঞ্চল
← প্রচ্ছদ