হারের হতাশায় সিরিজ শুরু বাংলাদেশের

৯ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ণ ক্রীড়া ডেস্ক
হারের হতাশায় সিরিজ শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজের শুরুতেই ছন্দপতন ঘটেছে বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতার চেনা ছকেই এবার ধরা খেল টিম টাইগার্স। সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের পরাজয় স্বাগতিক শিবিরে ফের জাগিয়ে তুলেছে পুরোনো অস্বস্তি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আশা ছিল অন্তত ২৮০ রান করে আফগানদের চাপে ফেলা, তবে বাস্তবে সেটি অধরাই থেকে যায়।

দলের শুরুটা ছিল হতাশাজনক। ৫৩ রানেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান (১০), নাজমুল হোসেন শান্ত (২) ও ফর্মে থাকা সাইফ হাসান (২৬)। এরপর চাপ সামাল দিতে এগিয়ে আসেন অধিনায়ক মিরাজ ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে গড়া ১০১ রানের জুটিতে কিছুটা আশার আলো দেখায় টাইগার শিবির।

তবে ইনিংস গড়ার সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হন হৃদয়। রানআউট হয়ে বিদায় নেন ৫৬ রানে (৮৫ বল, ১টি চার, ৩টি ছয়)। এরপর মিরাজের (৫৭) বিদায়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ দিকে তানজিম হাসান সাকিবের ২৩ বলে ১৭ রানের ইনিংসে ভর করে কোনোমতে ২২১ রানে পৌঁছায় দল।

আফগানদের পক্ষে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই ৩টি করে উইকেট নেন।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানও শুরুতে কিছুটা চাপে পড়েছিল। ৫২ রানের মধ্যে হারায় দুই ওপেনার ইব্রাহিম জাদরান (২৩) ও সেদিকউল্লাহ আতাল (৩)। তবে এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। রহমত শাহ ও রহমানউল্লাহ গুরবাজের ৭৮ রানের জুটি গড়ার পরই ম্যাচ চলে যায় আফগানদের নিয়ন্ত্রণে। দুজনই করেন সমান ৫০ রান করে।

বাংলাদেশ এক পর্যায়ে আফগানদের ১৩৬ রানে ৪ উইকেটে কাবু করলেও শেষদিকে হাশমতউল্লাহ শহীদি (৩৩*) ও মোহাম্মদ নবি (১১*) অনায়াসেই জয় নিশ্চিত করেন। ওমরজাইয়ের ৪০ রানের কার্যকর ইনিংস ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট।

স্কোরসংক্ষেপ:

বাংলাদেশ: ২২১/১০ (৪৮.৫ ওভার)
আফগানিস্তান: ২২২/৫ (৪৭.১ ওভার)
ফল: আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
সিরিজ: আফগানিস্তান ১–০ তে এগিয়ে

← প্রচ্ছদ