প্রিয়তমার পর শাকিব খানের কোনো সিনেমাই চলেনি, দাবি প্রযোজক ইকবালের

১০ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ণ উত্তরা ডেস্ক
প্রিয়তমার পর শাকিব খানের কোনো সিনেমাই চলেনি, দাবি প্রযোজক ইকবালের

‘প্রিয়তমা’ সিনেমার পর শাকিব খানের কোনো সিনেমাই ব্যবসা সফল হয়নি-এমন দাবি তুলেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মো. ইকবাল। তাঁর মতে, শাকিব খানের সিনেমা ঘিরে যে আলোচনা তৈরি হয়, তা অনেকটাই কৃত্রিম। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইকবাল বলেন, “আমি যা বলি সত্য বলি, মিথ্যা বলি না। শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা আসলে ভুয়া। ‘প্রিয়তমা’র পরে তাঁর একটা সিনেমাও চলেনি। কিন্তু তাকে নিয়ে এরপর যে ফার্স্ট ক্লাস ডিরেক্টররা ছবি বানায়, খোঁজ নিয়ে দেখেন— ইউটিউব গ্রুপ, ফেসবুক গ্রুপকে টাকা দিয়ে তারা আওয়াজ তুলেছে। আসলে কিন্তু সিনেমা ব্যবসা করেনি।”

ইকবালের দাবি, ‘প্রিয়তমা’ সিনেমা থেকে যে মুনাফা এসেছিল, তা ‘রাজকুমার’সহ পরবর্তী চলচ্চিত্রের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, “‘প্রিয়তমা’ থেকে যে লাভ এসেছিল, সেটা ‘রাজকুমার’-এর মতো ছবিতে চলে গেছে। এখন যারা বড় বড় পরিচালক বলে পরিচিত, তারা হিন্দি, তেলেগু, তামিল ছবির গল্প কপি করে সিনেমা বানায়। তারপর প্রচার করে বিশাল কিছু বানিয়েছে। কিন্তু দর্শক এখন অনেক বুদ্ধিমান, তারা বুঝে ফেলে কোনটা নকল।”

বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক উঠে না আসার পেছনে দায়ী কিছু পরিচালকের চাটুকারিতা- এমন অভিযোগও তোলেন ইকবাল। তাঁর ভাষায়, ‘যাদেরকে ইন্ডাস্ট্রির সবাই ফার্স্ট ক্লাস ডিরেক্টর মনে করে, তারাই চামচামি করে শাকিব খানকে ওপরে তুলে রেখেছে। ফলে এক নায়কের কবল থেকে চলচ্চিত্র বের হতে পারেনি। নাহলে দেশে আজ একাধিক প্রতিষ্ঠিত নায়ক থাকত, ইন্ডাস্ট্রির এই অবস্থা হতো না।’

আলোচনার একপর্যায়ে ইকবাল জানান, তিনি আবারও অনন্ত জলিলকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। ‘এখন দেশের অবস্থা খুব একটা ভালো না। তাই একটু সময় নিচ্ছি। অনন্ত জলিলকে নিয়ে একটি ছবি বানানোর পরিকল্পনা মোটামুটি ঠিক হয়ে আছে। পরিস্থিতি স্থিতিশীল হলে কাজ শুরু করব’ বলেন তিনি।

বর্তমানে ঢালিউডের বেশ কিছু নায়ক দেশের বাইরে অবস্থান করছেন। তবে এতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তেমন ক্ষতি হচ্ছে না বলে মনে করেন ইকবাল। “যারা বিদেশে আছে, তাদের এই ইন্ডাস্ট্রিতে বাজারই তেমন ছিল না। গত ১৫ বছরেও তারা খুব একটা ভূমিকা রাখেনি। তাই তাদের না থাকায় কোনো ক্ষতি হচ্ছে না,’ মন্তব্য করেন এই প্রযোজক।

দেশের একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যেখানে মণিহারের মতো ঐতিহ্যবাহী হল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে বিগ বাজেটের সিনেমা বানিয়ে লাভ করা কঠিন। অবকাঠামো না থাকলে ভালো সিনেমাও ব্যবসা করতে পারে না।’

ইকবালের মতে, হাইপ নয়, কনটেন্টই সিনেমার সাফল্যের আসল চাবিকাঠি। ‘আজকাল প্রচারেই সিনেমা বানানো হয়, কিন্তু কনটেন্টে জোর দেওয়া হয় না। দর্শক এখন বুদ্ধিমান-তারা ভালো গল্প চায়, আওয়াজ নয়,’ বলেন প্রযোজক ইকবাল।

 

← প্রচ্ছদ